আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

রাঙ্গুনিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকাল-সন্ধ্যা গণঅনশন

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : রবিবার ২৩ অক্টোবর ২০২২ ০৯:১৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

গত জাতীয় নির্বাচনের আগে দেওয়া সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল-সন্ধ্যা গণ–অনশন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখা। শনিবার (২২ অক্টোবর) রাঙ্গুনিয়া পৌরসভার ইছামতী মাতৃ মন্দিরে ঐক্য পরিষদের অর্ধ শত নেতা–কর্মী কর্মসূচীতে অংশ নেন। সংগঠনের সভাপতি এডভোকেট বঙ্কিম চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেম্বার রীটন কান্তি দে'র সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ বড়ুয়া লাবু, মহিলা সম্পাদিকা দিপ্তী কর্মকার, প্রচার সম্পাদক মাস্টার লিটন চন্দ্র দে, কার্যকরী সদস্য ডা. উৎপল নাথ, রাজানগর শাখার সভাপতি বিবেকানন্দ সাহা, হোছনাবাদ শাখার উজ্জ্বল কান্তি দে, জীতু সাহা, বাপ্পী দাশ, রাজীব পাঠক, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ভূবন দে, রেবা নন্দী, চুমকী নন্দী, মরিয়মনগর ইউনিয়ন শাখার সভাপতি দুলাল দাশ, সাধারণ সম্পাদক সুনীল মুৎসুদ্দী, সরফভাটার সভাপতি মাস্টার গোপাল কৃষ্ণ শীল, চন্দ্রঘোনা শাখার সাধারণ সম্পাদক মাস্টার অমলেন্দু ধর, দক্ষিণ রাজানগর শাখার সভাপতি হারাধন কর্মকার, লালানগর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রদীপ শংকর রায়, পৌরসভা শাখার শম্ভু দাশ, সোনারাম দাশ, সেবায়েত অসীম চক্রবর্তী প্রমুখ। ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা। কিন্তু বর্তমান সরকার এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি উল্লেখ করে অবিলম্বে এসব দাবী বাস্তবায়নের দাবী জানান আন্দোলনকারীরা।