আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১
এখন খোলা আকাশের নিচে বসবাস

মিরসরাইয়ে জমির বিরোধে বসতবাড়ি গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫ ১০:০৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনদুপুরে ফিল্ম স্টাইলে একটি পরিবারের বসত ঘর গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এসময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ করেছেন ভুক্তভোগি পরিবারটি। মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া চরারকুল এলাকায় এই ঘটনা ঘটে। 

খোঁজ নিয়ে জানা গেছে, চরারকুল এলাকার মুকুল মেস্ত্রী বাড়ির আরিফুল ইসলামের পরিবার একই বাড়ির হেলালের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। জমির মিমাংসা করার জন্য বহুবার বৈঠক হলেও কোন সমঝোতা ছাড়াই শেষ হয়। মামলায় গ্রেফতার করে কারাবরণ করেছেন আরিফুল ইলামের পরিবারের একাধিক সদস্য। সর্বশেষ মঙ্গলবার দুপুরে হেলালের নেতৃত্বে বহিরাগত ১০ থেকে ১২ জনের একটি দল ২টি সিএনজিচালিত অটোরিকসা নিয়ে এসে দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে আরিফুল ইসলামের বসতঘরটি ভেঙ্গে গুড়িয়ে দেয়। ঘরের প্রতিটি মালামাল আসবাবপত্র উঠানে ছুঁড়ে ফেলে দেয়। 

ভুক্তভোগী পরিবারের সদস্য আরিফুল ইসলাম জানান, মঙ্গলবার হেলাল-বেলাল ও তাদের ভাড়া করা সন্ত্রাসী কাওছারসহ ১০ থেকে ১২ জন তাদের বসতঘর ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয়। এসময় তার মেয়ের বিয়ের জন্য রাখা নগদ ৯ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এখন আমরা পরিবারের সদস্যদের নিয়ে খোলা আকাশের নীচে বাস করতে হচ্ছে। এঘটনায় মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

অভিযুক্ত হেলাল জানান, ২০১৭ সাল থেকে তাদের ক্রয়কৃত জমি ছেড়ে দেয়ার জন্য বারবার অনুরোধ করেও কাজ হয়নি। আইন আদালত করেও কোন সমাধান পাওয়া যায়নি তাই বাধ্য হয়ে উচ্ছেদ করেছি।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, বসতঘর ভেঙ্গে ফেলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি পক্রিয়া চলমান রয়েছে।