রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালীতে চালককে অজ্ঞান করে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে অচেতন অবস্থায় ওই অটো চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার নাম মো. ইমরান হোসেন (১৬)। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় রোববার (২৩ অক্টোবর) রাঙ্গুনিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছে তার প্রতিবেশী মো. আরকান উদ্দিন। অভিযোগে জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার সকাল ১১টার দিকে অটোরিকশাটি নিয়ে সরফভাটা ক্ষেত্রবাজার থেকে ভাড়া নিয়ে ইছাখালী আসেন ইমরান। রিক্সায় যাত্রীবেশে দুই যাত্রী তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের গেইটের ভেতর কোয়ার্টার সড়কে নিয়ে যায়। তাকে কৌশলে কিছু খাইয়ে দিয়ে অজ্ঞান করে ফেলে রিক্সাটি নিয়ে পালিয়ে যায় তারা। পরবর্তীতে সড়কের পাশে চালক ইমরান হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। রাতে সুস্থ হলে সে জানায়, রোগী নেয়ার কথা বলে এই দুই ছিনতাইকারী তাকে হাসপাতালের ভেতর নিয়ে যায়। পরে তাদের একজন তাকে চা খাওয়ানোর পর তার আর কিছু মনে পড়েনি। এ ব্যাপারে রাঙ্গুনিয়া এসআই প্রদীপ কুমার মজুমদার বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।