আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

রাঙামা‌টি‌তে অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা

‌মোঃ হান্নান, রাঙামা‌টি প্র‌তি‌নি‌ধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৩ জানুয়ারী ২০২২ ০৮:২৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

রাঙামা‌টি শহ‌রের শিমুলতলী এলাকায় অবৈধভাবে পাহা‌ড়ের মাটি কাটার অভিযোগে কাঞ্চন দাশ না‌মে এক ব্য‌ক্তি‌কে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। কাঞ্চন দাশ শহ‌রের কা‌লিন্দীপুর এলাকার স‌মির দা‌শের ছে‌লে। 

 

বৃহস্প‌তিবার ( ১৩ জানুয়ারী) বিকালে রাঙামা‌টি সদর উপজেলা নির্বাহী অ‌ফিসার নাজমা বিন‌তে অা‌মিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

তিনি বলেন,  অবৈধভাবে পাহা‌ড়ের মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) এর বিধান লঙ্ঘন করেছে। এ অপরা‌ধে কাঞ্চন দাশ‌কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  তি‌নি অার মা‌টি কাট‌বেন না, এই অঙ্গীকারনামা নি‌য়ে ছে‌ড়ে দেওয়া হ‌য়ে‌ছে। 

 

‌তি‌নি অা‌রো জানান, রাঙামা‌টি সদ‌রে কা‌রো বিরু‌দ্ধে অবৈধভা‌বে মা‌টি কাটার অ‌ভি‌যোগ বা তথ্য পাওয়া গে‌লে ভ্রাম্যমান অাদাল‌তের মাধ্য‌মে ব্যবস্থা গ্রহন করা হ‌বে। 

 

এসময় উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌রের কার্যাল‌য়ের গোপনীয় সহকারী ( সিএ) সুজন কুমার দে উপ‌স্থিত  ছি‌লেন।