আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙামাটিতে শপথের পরপরই চার ইউপি চেয়ারম্যান আটক

মোঃ হান্নান, রাঙামাটি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ জানুয়ারী ২০২২ ০৮:০৮:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটি সদর ও নানিয়ারচরের  ইউপি চেয়ারম্যানদের শপথের পর ৪ ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। তারা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বলে জানান পুলিশ সুপার।

আটক ৪ ইউপি চেয়ানম্যান হলেন রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের কানন চাকমা, নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের সুপন চাকমা, ঘিলাছড়ি ইউনিয়নের অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়নের প্রমোদ খীসা। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসনের কার্যালয় হতে  তাদের আটক করে ডিবি পুলিশ।

272059845_632739274718977_5871437235606486592_n
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ৪র্থ ধাপের নির্বাচনে রাঙামাটি সদর ও নানিয়ারচর উপজেলার ১০ ইউপি চেয়ারম্যানকে শপথ পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।  এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন মিয়া,  সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

আটক ৪ চেয়ারম্যানকে বিকেলে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে তোলা হয়। 

পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন জানান,  আটক ৪ ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমা হত্যার অভিযোগে মামলা রয়েছে। তারা ওই মামলার ওয়ারেন্টভুক্ত।