রাঙামাটির নানিয়ারচরে ইউপিডিএফের (মূল) সঙ্গে ইউপিডিএফ সংস্কার দলের বন্দুকযুদ্ধে সুবাহু চাকমা গিরি (৫৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার সাবেক্ষণ ইউনিয়নের রাঙিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুবাহু চাকমা নানিয়ারচরের এগারাল্যাছড়া গ্রামের বিরাজ মোহন চাকমার ছেলে।
জানা গেছে, তিনি ইউপিডিএফ মূল দলের চাঁদা সংগ্রহকারী ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে ইউপিডিএফ মূল দলের সদস্য সুবাহু চাকমা সাংগঠনিক কাজে রাঙিপাড়ার সূর্য মণি মুর্তি নামক স্থানে যায়। সেখানে আগে থেকে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীদের ১০-১২ জনের একটি দল তার ওপর হামলা চালায়। এতে গিরি চাকমার কোমরে গুলি লেগে তিনি নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার। তিনি বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম পাঠানো হয়েছে। ঘটনার বিবরণ পরে জানানো হবে।