আজ শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

রাউজানে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাউজান : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ০৬:৪৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম
রাউজানে তারুণ্যের উৎসব ২০২৫ এর উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও জিসান বিন মাজেদ।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে রাউজানে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে।  এ উপলক্ষে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পল্লী সমাজ সেবা কার্যক্রম পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম, দগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রমের সুবিধাভোগী তরুণ-তরুণীদের নিয়ে উঠান বৈঠক ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান  উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মনির হোছাইন। এসময় বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাউজান এর ছাত্র প্রতিনিধিবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।