যৌবনের এ দূরন্ত সময়ে রক্ত দিয়ে মানবতার জন্যে সেবাদাতারা জাতির শ্রেষ্ট সন্তান বলে আথ্যা দিয়েছেন নাইক্ষ্যছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সালমা ফেরদৌস।
মঙ্গলবার বেলা ৩ টায় নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন লেকের মূক্তমঞ্চে কচ্ছপিয়া ব্লাড ডোনেটিং ক্লাবের করোনায় আক্রান্তদের সেবাদান ও স্বেচ্ছায় রক্ত
দানে উৎসাহদান মূলক কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন,মানুষ যখন অসুস্থ হয় রক্ত লাগে,অনেক গর্ভবতীদের রক্ত লাগে,অপারেশন রোগীর রক্ত লাগে।
জীবন বাঁচাতে রক্তের ভীষম দরকার। এ পর্যায়ে স্বেচ্ছায় রক্তদানের জন্যে ছাত্র-যুবক মিলে এ মহতী কাজ করার জন্যে প্রত্যয়করা অনেক বড় বিষয়। তারা গর্বিত পিতা-মাতার শ্রেষ্ট সন্তানও বটে।
অনুষ্টানের দ্বিতীয় পর্বের প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল বলেন, কচ্ছপিয়ার মিয়াজি বাড়িতেই তার জন্ম। তিনি এপার ওপার ভাবেন না।
এ কারণে অত্র ক্লাবের প্রতি তার বিশেষ আকর্ষন ও আন্তরিকতা রয়েছে। তিনি সবকাজে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
কচ্ছপিয়া ব্লাড ডোনেটিং ক্লাবের প্রধান উপদেষ্টা ও নাইক্ষ্যছড়ি দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সাংবাদিক মাঈনুদ্দিন খালেদের স্বাগত বক্তব্যে শুরু হওয়া এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামশুল আলম শাহিন।
গর্জনিয়া বাজার অংশের উদ্বোধক ছিলেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি ফরহাদ আলি, প্রধান বক্তা ছিলেন নাইক্ষ্যছড়ি থানার ওসি (তদন্ত) শরিফ ইবনে আলম বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন,নাইক্ষ্যছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম কাজল,সংগঠনের উপদেষ্টা যথাক্রমে ডা:মিজানুর রহমান ও ডা : শফিকূল হক,ব্যাংকার তৌহিদুল
ইসলাম,ব্যবসায়ী মোহাম্মদ আলম, কৃষিবিদ জহিরুল ইসলাম,ব্যাংকার জয়নাল আবেদীন,ডা: মহিউদ্দিন প্রমূখ।
ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদুল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্টানে আরো ব্ক্তব্য রাখেন,সহ-সভাপতি জসিম উদ্দিন,সিনিয়র সদস্য জাহাঙ্গির আলম ও লিটন,ওয়াছেদ,দেলওয়ার,মুর্তাজা, হামিদ,রিদওয়ান, সাইফুল, হাসান,শাহাদাত ও মুসা প্রমূখ।
দিনব্যাপী কর্মসূচিতে আরো ছিল গর্জনিয়া বাজার ও নাইক্ষ্যংছড়ি পর্যটন লেক এলাকায় মাস্ক ও করোনা সামগ্রী বিতরণ,করোনা বিষয়ক দিকনির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন,বিনোদন মূলক অনুষ্টান স্বপ্নসিঁড়ি,মিলনমেলা ও বনভোজন।
বিকেলে প্রতিযোগীতা ও কাজে অবদানের জন্যে সদস্যদের মাঝে পুরস্কার তুলে দেন নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ ও সংগঠনের সভাপতি-সাধারণসহ নেতৃবৃন্দ।