আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১
ককসবাজার- চট্টগ্রাম মহাসড়কে

যাত্রীবাহি চকরিয়া সার্ভিস থেকে ৪০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট আটক।

মোঃ মিজানুর রহমান আজাদ, ঈদগাঁও : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ ১১:০৬:০০ পূর্বাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে  র‌্যাব-১৫ আটক করেছে।  র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যাত্রী বেশে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য (গাজাঁ) সহ চকরিয়া সার্ভিস লিমিটেড বাসযোগে চকরিয়া হতে কক্সবাজারে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ১৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৫ টায় কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন  খুটাখালী মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পার্ক অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজারগামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। উক্ত চেকপোষ্ট অভিযান চলাকালীন চকরিয়া সার্ভিস লিমিটেডের যাত্রিবাহী বাসটি (যাহার রেজিঃ নং- চট্ট-মেট্রো-ব-১১-১১৬৯) দেখে সংকেত দিলে বাসটি থামানো হয়। এ সময় র‌্যাবের আভিযানিক দল বাসটি তল্লাশীর একপর্যায়ে একজন যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তার হেফাজতে থাকা ২টি সাদা রংয়ের বস্তাসহ তাকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা দুটি বস্তা হতে ২০ কেজি করে সর্বমোট ৪০  কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাবের আভিযানিক দল।   গ্রেফতারকৃত মাদক কারবারী - মোঃ মাহাফুজুর রহমান (২৬), পিতা-গোলাম মোহাম্মদ, মাতা-নুর নাহার বেগম, সাং-পূর্ব পদুয়া মাঝের দোকান (সৈয়দ পাড়া), ৮নং ওয়ার্ড, পদুয়া ইউনিয়ন, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে। সে দেশের সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ এবং পরবর্তীতে তা সু-কৌশলে বিভিন্ন পরিবহনে যাত্রী সেজে কক্সবাজারে নিয়ে আসতো। অতঃপর চাহিদা মোতাবেক জেলার বিভিন্ন স্থানে পাইকারি দরে বিক্রি করতো বলে জানায়।  

উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।