আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

সীতাকুণ্ড মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাস বর্জন

নিজস্ব প্ৰতিবেদক, সীতাকুণ্ড : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ ১০:২২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সীতাকুন্ডে ১০ দফা দাবী ও নানা অনিয়মের অভিযোগ তুলে ক্লাস বর্জন করেছে আলিয়া মাদ্ৰাসাৱ শিক্ষাৰ্থীৱা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯ টা থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মাদ্রাসা প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষার্থীরা মাদ্রাসার জমিতে গড়ে ওঠা সিকিউর সিটি শপিং কমপ্লেক্স নিয়ে নানা অনিয়মের অভিযোগে শ্লোগান দেয়। এছাড়া মাদ্রাসার মাঠ দখল করে অপরিকল্পিত মার্কেট গড়ে তোলার বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরে বক্তব্য দেয় শিক্ষার্থীরা।

 

অবস্থান কর্মসূচির এক পর্যায়ে শিক্ষার্থীরা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গণির কাছে ১০ দফার লিখিত দাবি তুলে ধরেন। একই সাথে অধ্যক্ষের কক্ষের বাইরে নানা শ্লোগানে মুখরিত করে তোলেন তারা। এসময় অধ্যক্ষ আগামী এক সপ্তাহের মধ্যে সকল দাবি পূরণের আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা বৃহস্পতিবারের সকল পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে পরবর্তী এক সপ্তাহের জন্য ক্লাস বর্জন স্থগিত করে। ছাত্রদের মাঝে বক্তব্য প্রদান করেন আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী নুরুল্লাহ পায়েল ও অন্যান্যরা।

 

১০ দফা দাবির মধ্যে রয়েছে- মাদ্রাসা মার্কেট ও সিকিউর সিটির দোকান বাদ্দগত দূর্নীতি বন্ধকরণ এবং তদন্ত প্রতিবেদন প্রকাশ, মাদ্রাসার সম্মুখে ভ্রাম্যমান দোকান অপসারণ, ছেলে ও মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম বরাদ্দ, ছাত্র সংসদ পুন:গঠন ও কক্ষ বরাদ্দ, মাদ্রাসা অভ্যন্তরে কোচিং বাণিজ্য বন্ধ, হোস্টেলের খাবারের গুণগত মান বৃদ্ধি, সাপ্তাহিক জলসা বাস্তবায়ন নিশ্চিতকরণ, মাদ্রাসা পাঠাগার সংস্কার ও সমৃদ্ধি করে ছাত্রদের জন্য উম্মুক্তকরণ, মাদ্রাসা ভবনের প্রতিটি ফ্লোরে বিশুদ্ধ পনি সরবরাহ নিশ্চিতকরণ এবং মেধাবি, অসচ্ছল শিক্ষার্থীদের বেতন ও যাবতীয় পরিক্ষার ফি শিক্ষার্থীদের অনুকূলে রাখা। ফাজিল ও কামিল ছাত্রদের বেতন ও রেজিস্ট্রেশন ফি কমিয়ে আনা। 

 

মাওলানা ওসমান গণি বলেন, শিক্ষার্থীদের দাবি আমরা শুনেছি এবং লিখিতভাবেও গ্রহণ করেছি। তাদের প্রতিটি দাবিই যৌক্তিক। অবিলম্বে তাদের দাবি পূরণ করা হবে।