বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিরসরাই উপজেলার আওতাধীন ১১টি ইউনিয়নে আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) রাতে উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ১১টি ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে যথাক্রমে-করেরহাট ইউনিয়নে আহবায়ক, রেজাউল করিম, সদস্য সচিব এয়াসিন মিজান, ধুম ইউনিয়নে আহবায়ক আজিজুর রহমান চৌধুরী, সদস্য সচিব মেজবাউল হক মানিক, ইছাখালী ইউনিয়নে আহবায়ক আবু নোমান ভুঁইয়া, সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, কাটাছড়া ইউনিয়নের আহবায়ক নুরুল আলম মেম্বার, সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ, দুর্গাপুর ইউনিয়নে আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব আজিজুল হক মেম্বার, মিরসরাই সদর ইউনিয়নের আহবায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব কামরুল হোসেন, মঘাদিয়া ইউনিয়নে আহবায়ক কামরুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আলা উদ্দিন, খৈয়াছড়া ইউনিয়নে আহবায়ক রফিকুজ্জামান চেয়ারম্যান, সদস্য সচিব আব্দুর রহিম বাবলু, মায়ানী ইউনিয়নে আহবায়ক নুর হোসেন, সদস্য সচিব মুসা মিয়া চেয়ারম্যান, ওয়াহেদপুর ইউনিয়নে আহবায়ক সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, সদস্য সচিব ইমাম হোসেন বাবলু ও সাহেরখালী ইউনিয়নে আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী, সদস্য সচিব দিদারুল আলম ভুঁইয়া মিলন।
উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, উপজেলার ১৬ ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নে বিএনপির ২১ সদস্যবিশিষ্ট করে আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের বাকি ৩টি ইউনিয়নে আহŸায়ক কমিটি গঠন করা হবে বলে জানান তারা।