আজ শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

মিরসরাইয়ে মহাসড়কের পাশে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : সোমবার ১৩ জানুয়ারী ২০২৫ ০৭:৫০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশ থেকে ৭৫ বছর বয়সী নামপরিচয়হীন এক মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকার ফেবো পেট্রল পাম্পের পাশে জমি থেকে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে জমিতে একজন মহিলার লাশ পড়ে থাকতে দেখা যায়। তবে কেউ তার পরিচয় শনাক্ত করতে পারছে না৷ বেশভূষায় অনেকটা মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে৷ থানায় খবর দিলে জোরারগঞ্জ থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার৷ তিনি বলেন, মহাসড়কের পাশে নামপরিচয়হীন নারী পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে মহিলাটি মানসিক ভারসাম্যহীন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. নাছরিন নাহার মিতু জানান, পুলিশ একজন নারীকে হাসপাতালে নিয়ে আসলে চেক আপ করে দেখা যায় তিনি বেঁচে নেই। নারীটি হাসপাতালে আসার পূর্বেই মারা গেছে।