আজ শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : বুধবার ২৫ মে ২০২২ ০৮:২২:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা ইন্তোকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। বুধবার (২৫ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই দিন বাদ আছর জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম জোয়ার গ্রামে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) এসএমএন জামিউল হিকমার উপস্থিতিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। জানাযায় করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইউপি সদস্য মো. শহীদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 

নুরুল হুদা উপজেলার করেরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ-পশ্চিম জোয়ার এলাকার আজিম ভ‚ঁঞা বাড়ির প্রকাশ ছৈয়দের রহমান মাস্টার বাড়ির বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।