মিরসরাইয়ের চুরির অভিযোগে মো. সুমন (৩৮) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দমদমা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মো. সুমন উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী মালপাড়া এলাকার আকবর আলীর ছেলে।
স্থানীয় নাজিম উদ্দিন চিশতি বলেন, ‘ফজরের নামাজের পর পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী আমাকে ফোন করে জানান তার বিদ্যালয়ের নির্মাণের মালামাল চুরি করে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। এমন খবরে আমি সড়কে পাহারা বসাই। এক পর্যায়ে চালক সুমনকে তার ব্যাটারিচালিত অটোরিকশা থামাতে বললে সে রিকশা ও চুরির মালামাল রেখে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করে আমারা মিরসরাই থানায় খবর দিই। পরবর্তীতে পরে পুলিশকে তাকে এসে নিয়ে যায়।’
পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কন্সট্রাকশনের প্রকৌশলী আল আমিন বলেন, বুধবার ভোরে আমাদের সাইট থেকে ৭টি লোহার শার্টার (দরজা) চুরি করে নিয়ে যাওয়ার সময় মো. সুমন নামে একজনকে হাতেনাতে আটক করে থানায় দেয় স্থানীয়রা। এরআগে গত কয়েকদিন আগে আমাদের আরেকটি সাইট শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকেও ৩ লোহার শার্টার (দরজা) ও ১৭০টি লোহার জগ চুরি হয়ে যায়। মালামাল চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান তিনি।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘বিদ্যালয়ের নির্মাণ সামগ্রীর মালামাল চুরির অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।’