আজ বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১

ধলই ইউপি চেয়ারম্যানকে ধরতে গিয়ে জনগণের তোপের মুখে ডিবি পুলিশ: আহত ৩ পুলিশ

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী: | প্রকাশের সময় : বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫ ০৮:১৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেফতার করতে গিয়ে জনগণেন তোপের মুখে ডিবি পুলিশ। এ সময় ডিবি পুলিশের ৩ জন গুরুতর আহত হয়।

 

বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকাল ৩টার দিকে ধলই ইউনিয়ন পরিষদ থেকে তাকে ডিবি পুলিশ গ্রেফতার করে। 

 

গ্রেফতারকৃত আবুল মনসুর চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সাবেক সদস্য ও ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, আজ বুধবারও ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুর কে গ্রেফতার করতে দুপুর দেড়টার দিতে হাইচ গাড়ি নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ঘিরে রাখেন হাটহাজারী মডেল থানার পুলিশ ও ডিবি পুলিশের একটি টিম। ডিবি পুলিশ গ্রেফতার করা আবুল মনসুর কে গাড়িতে তোলার পর স্থানীয় জনগণ রাস্তায় নেমে আসে। এ সময় স্থানীয় জনগণ ডিবি পুলিশের গাড়ি থেকে চেয়ারম্যান কে ছিনিয়ে নিতে চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশের উপর হামলা করে স্থানীয় জনগণ। তাদের অস্ত্র ছিনিয়ে নেন। এরপর স্থানীয় জনগণ চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের কাটিরহাট বাজারে সড়ক অবরোধ করে। পরে সেনাবাহিনী ও র্যাব পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করে। 

 

এ বিষয়ে জানার জন্য মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন এবং ওসি(তদন্ত) মোস্তাক কে একাধিক বার ফোন করে পাওয়া যায়নি।

 

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন বলেন, ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। বিন্তারিত পরে জানানো হবে।