আজ শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

মিরসরাইয়ে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ০৯:১৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে খাল থেকে এক ব্যক্তির (৪৫) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রæয়ারি) সকালে জোরারগঞ্জ ইউনিয়নের মুহুরী প্রজেক্ট সড়কের দেওয়ানপুর নালির দুয়ার এলাকার বারোমাসি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কে চলাচলের সময় বারোমাসি খালে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর জোরারগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। অজ্ঞাত ওই ব্যক্তির পরনে লুঙ্গি ও মুখে দাঁড়ি রয়েছে। 

৩নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম মাস্টার বলেন, আমার ইউনিয়নের বারোমাসি খালে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন আমাকে জানালে বিষয়টি থানায় অবগত করি। স্থানীয়রা কেউ লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি বলেও জানান তিনি। 

জোরারগঞ্জ থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, খালে লাশ ভাসার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহালে লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন ছিলো না। স্থানীয় বাসিন্দারাও লাশেল পরিচয় সনাক্ত করতে পারেনি। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।