আজ শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

মিরসরাইয়ে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : শনিবার ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ০৬:২৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শান্তিনীড়ের আয়োজনে শুক্রবার (১৬ ফেব্রæয়ারি) আল হেরা স্কুল মিলনায়তনে মাহফিল অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র দাশের যৌথ সঞ্চালনায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ নুরুল আফছার, সংগঠনের উপদেষ্টা কামরুল ইসলাম চৌধুরী, মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, মির্জা জসিম উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল আলম, আল হেরা স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, সংগঠনের সহ সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, যুগ্ম সম্পাদক শেখ কামরুল হাসান পলাশ, অর্থ সম্পাদক সবুজ সেন, দুঃস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদ সিনিয়র সদস্য মেহেদী হাসান চৌধুরী, হেলাল উদ্দিন। 

এসময় বক্তরা বলেন, বহুগুণে গুনাণিত ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, যাঁর কথা বলে শেষ করা যাবে না। তিনি চলে গেছেন ঠিকেই তবে তিনি বেঁচে থাকবেন তাঁর কর্মের মাধ্যমে, তাঁর গড়া সংগঠন শান্তিনীড়ের মাধ্যমে। ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন আমাদের খুব কাছের ও ভালোবাসার মানুষ ছিলেন। তার এই হঠাৎ চলে যাওয়ায় আমরা হতভাগ, মর্মাহত। এসময় সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।