আজ শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

মিরসরাইয়ে অস্বচ্ছল ২৬৬ কলেজ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ০৯:২৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাই কলেজে একাদশ শ্রেণীর ২৬৬ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়েছে। বৃৃহস্পতিবার (১৫ ফেব্রæয়ারি) বিকেলে কলেজ পরিচালনা পরিষদের সদস্য এসএম সাফাত ইশতিয়াকের ব্যক্তিগত উদ্যোগে প্রায় ১১’শ বই বিতরণ করা হয়। 

১ম বর্ষের শিক্ষার্থী জয়ন্তী দেবী বলেন, বইগুলো পেয়ে সত্যিই খুশি হয়েছে। এখন নিয়মিত লেখাপড়ার মাধ্যমে ভালো রেজাল্ট করতে পারবো। 

মিরসরাই কলেজ সম্মেলন কক্ষে বই বিতরণ অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ নুরুল আফছারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষানুরাগী আজম খান, কলেজের উপাধ্যক্ষ নাছির উদ্দিন।

বই বিতরণের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এসএম সাফাত ইশতিয়াক বলেন, কলেজের একাদশ শ্রেণীতে অধ্যয়নরত যে সকল অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থী পরিবারের আর্থিক সমস্যার কারণে বই কিনতে পারেনি তার একটি তালিকা আমি অধ্যক্ষের মাধ্যমে সংগ্রহ করি। পরবর্তীতে বাছাইকৃত ২৬৬ জন শিক্ষার্থীর মাজে প্রায় ১১’শ মূল বই ও সহায়ক বই কিনে দিই। বই কেনায় ব্যয় হওয়ায়  টাকায় আমার শখের জন্য কিছু কিনলেও এত আনন্দিত হতাম কিনা সন্দেহ। আজ সত্যি খুব আনন্দ হচ্ছে। ভাল কাজে সব সময় আনন্দ লাগে এটিই সত্যি।

মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার জানান, বই ছাড়া অনেক শিক্ষার্থী ক্লাস করতে সমস্যা হয়। এতে করে অনেক শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করতে পারে না। তাই কলেজের পরিচালনা পরিষদের সদস্য সাফাত ইশতিয়াক তাদের বই কিনে দেন। এমন মহৎ কাজের জন্য ধন্যবাদ জানাই তাকে।