আজ শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১
৭ লাখ টাকা চাঁদা দাবি করে নন জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর

মিরসরাই উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মাসুদের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৬ অগাস্ট ২০২২ ০৩:১১:০০ অপরাহ্ন | রাজনীতি

মিরসরাইয়ে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের মালিককে অফিস কক্ষে আটকে ৭ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে উপজেলা ছাত্রলীগ আহŸায়ক মাসুদ করিম রানার বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা দায়ের করেছে এক নারী। বড়তাকিয়া চক্ষু হাসপাতাল নামের ওই প্রতিষ্ঠানের মালিক জসিম উদ্দিনের স্ত্রী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে মিরসরাই থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, উপজেলার মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শেখ তুরিন, স্থানীয় ইউসুপ, সোহেল, মো. হাসান ও আবির। মামলার ৩ নম্বর আসামি মাসুদ করিম রানা উপজেলা ছাত্রলীগের পাশাপাশি সদ্যগঠিত চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পান।

মামলার বাদি সাবিনা ইয়াসমিন দাবি করেন, গত ১৩ আগস্ট সকালে তিনি তাঁর স্বামী জসিম উদ্দিন, দুই মেয়ে মুনতাহা কারিনা বৃষ্টি ও নুসরাত আফরিন বিথীসহ হাসপাতালে যান। ওইদিন দুপুরে তারা হাসপাতালে থাকা অবস্থায় ছাত্রলীগ আহŸায়ক মাসুদ, মিঠানালা ছাত্রলীগের সভাপতি শেখ তুরিনসহ ৮/১০ জন হাসপাতালে ঢুকে একটি কক্ষে আটকে মারধর শুরু করে। এসময় তিনি নিজের স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁকেও গালমন্দ করে বলে তিনি অভিযোগ করেন। 

চাঁদা দাবির বিষয়ে সাবিনা বলেন, ‘প্রথমে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে প্রায় ৩ ঘন্টা হাসপাতালের অফিস কক্ষে আটকে রাখে আমার স্বামী জসিম উদ্দিনকে। এরপর তারা এক পর্যায়ে ১৫ লাখ টাকা দাবি করে। পরে ৭ লাখ টাকা দিবে এ মর্মে জসিম উদ্দিন থেকে একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয়।’

অবশ্য এ বিষয়ে কথা বলতে মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহŸায়ক মাসুদ করিম রানাকে একাধিকবার ফোন দিলেও তার ব্যক্তিগত মোবাইল ফোনে সংযোগ স্থাপন করা সম্ভব  হয়নি।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, গত ১৪ আগস্ট বড়তাকিয়া চক্ষু হসপাতালের মালিক জসিম উদ্দিনের স্ত্রী সাবিনা ইয়াসনি বাদি হয়ে থানায় ছাত্রলীগের আহŸায়কসহ ৬জনের বিরুদ্ধে একটি অভিযোগ দিলে পরদিন ১৫ আগস্ট এটি এজাহার আকারে গ্রহণ করা হয়। এ ঘটনায় আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।