আজ রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

ব্যবসায়ী রাসেল অপহরণের ১৭দিন অতিবাহিত, উদ্ধারের দাবীতে উত্তাল খাগড়াছড়ি, বিক্ষোভ ও সমাবেশ

মোবারক হোসেন, খাগড়াছড়ি : | প্রকাশের সময় : শনিবার ২৫ নভেম্বর ২০২৩ ০২:৪৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

অপহৃত খাগড়াছড়ির ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম রাসেলকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। 

 

২৫ নভেম্বর শনিবার সকালে খাগড়াছড়ি সদরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল কালে শাপলা চত্বরকে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা। পরে অনুষ্ঠিত সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির আহবায়ক অধ্যক্ষ মোঃ আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো: মজিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

 

বক্তারা অবিলম্বে অপহৃত কাঠ ব্যবসায়ী রাসেলকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া না হলে পার্বত্য চট্টগ্রামের সকল শান্তিকামি মানুষকে সাথে নিয়ে কঠিন আন্দোলনের মাধ্যমে তিন পার্বত্য জেলাকে অচল করে দেয়ার হুশিয়ারি দেন।  

 

উল্লেখ্য, গত ০৯ নভেম্বর কাঠ ব্যবসায়ী রাসেলকে অপহরণ করে পার্বত্য অঞ্চলের সশস্ত্র আঞ্চলিক সন্ত্রাসীরা। এ ঘটনায় ২৪ নভেম্বর খাগড়াছড়ি জেলা পুলিশ অপহরণকারীদের মাস্টারমাইন্ড ৩ জনকে আটক করেছে।