সন্দ্বীপ উপজেলার ১৬ নং সারিকাইত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দুটি রাস্তা বর্ষা মৌসুমে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তা দুটি হলে পশ্চিম সারিকাইত সওদাগর হাট থেকে পৃর্ব দিকে দারুণ উলুম সড়ক ও সায়েদ মার্কেট থেকে দক্ষিণ দিকে লতিফের গৌ পুরাতন সড়ক। দারুল উলুম মাদ্রাসা থেকে পশ্চিম দিকে সড়কটি আদা কিলোমিটার পাকা করণ করা হলে এখনো বাকি আদা কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচল করতে জন ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেচে, আর সায়েদ মার্কেট থেকে দক্ষিণ দিকে লতিফের গৌ পুরাতন সড়ক স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন সংস্কার করা হয় নি। লতিফের গৌ পুরাতন সড়কের মাঝামাঝি তিনটি জুমা ও একটি মার্কেট রয়েছে, মসজিদ গামী মুসুল্লি গন প্রতিনিয়ত নামাজ পড়তে কষ্ট হয়। এই দুটি সড়কের মাঝে রয়েছে পশ্চিম সারিকাইত সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্ষা আসলে শুধু সামান্য আদা কিলোমিটার সড়কের কারনে ছাত্র ছাত্রীদের স্কুলে আসা বন্ধ হয়ে যায়। এই এলাকার বাসিন্দা ইচ্ছে শক্তি স্পটিং ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন গত এক যুগে সারিকাইত ইউনিয়নের অনেক উন্নয়ন হলে ও পশ্চিম সারিকাইত আজ ও অবহেলিত রয়ে গেছি বিশেষ করে এই দারুল উলুম সড়কটি পুরাপুরি পাঁকা করণ না হওয়ায়। সমাজকর্মী নোয়াব আলী কোম্পানি বলেন বর্ষা মৌসুম আসলে এ দুটি সড়কের কারনে সারিকাইত ইউনিয়নে চলাচল অনুপযোগী হয়ে পড়ে।
এই বিষয়ে সারিকাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির বলেন এই সড়কটির অর্ধেক ইতিমধ্যে পাকাকরণ করা হয়েছে, বাকি অর্ধেক পাকাকরণের কাজ চলমান রয়েছে, আশাকরি আগামী বর্ষা মৌসুমের আগে এই সড়কটি পাকাকরণের কাজ সমাপ্ত হবে।