আজ শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

বিয়ের দাওয়াত খেতে এসেই পরপারে ফটিকছড়ির বাবুল

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী: | প্রকাশের সময় : শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ০৩:৩০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি থেকে এসেছিল বিয়াইয়ের সাথে হাটহাজারীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াত খেতে।কিন্তু সেই আসাই একেবারে চলে যেতে হল পরপারে। বিয়ের দাওয়াত খেতে এসে সিএনজি দুর্ঘটনায় আবুল হাসান বাবুল (৫২)নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।শুক্রবার (১৩ডিসেম্বর)রাত সাড়ে ১০টার দিকে মির্জাপুর ইউনিয়ন মুহুরী বাড়ি সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।এ সড়কের দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী।

 

সুত্রে জানা যায়, চট্টগ্রাম নাজিরহাট সড়কের পৌরসভার মুন্সির মসজিদ এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে আসে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন থেকে। রাতে তার বেয়াই শফিকুল ইসলামের সাথে বেয়াইয়ের বাড়িতে যাচ্ছিলেন।এমতাবস্থায় সিএএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এতে দু'জনেই গুরুতর আহত হন।দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করে।চালক সহ আহত দু'জন চিকিৎসাধীন রয়েছেন।

 

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জিহাদুল ইসলাম জানান,সিএনজি দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলেও একজন হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।

 

নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি শাহাবুদ্দিন জানান,সিএনজি দুর্ঘটনায় একজন নিহত হয়েছে বলে শুনেছি আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখছি।

 

উল্লেখঃগত দুইদিন আগেই একই ইউনিয়নের মুহুরীহাট এলাকায় সিএনজি পিকআপ দুর্ঘটনায় চালক নিহত হয়েছিল।