আজ শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

বিস্ফোরণের শব্দ নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১ ডিসেম্বর ২০২২ ১০:৩৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামছড়ির ৪৬,৪৭ সীমানা পিলার দিয়ে ভোর ৫টা ৩০ মিনিটের সময় মিয়ানমার সীমান্তের ভিতর থেকে একটি মাইন বিস্ফোরণের বড় শব্দ এসেছে বলে জানিয়েছেন সীমান্ত এলাকার বসবাসকারী স্থানীয় বাসিন্দা মোঃ রহমান। তিনি জানান মিয়ানমার সীমানা জুড়ে প্রায় সময় মাইন ফোটার আওয়াজে কেপে উঠে সীমান্তবর্তী এলাকা,গত ৯দিন বন্ধ ছিল সব প্রকার বিস্ফোরণের আওয়াজ। গত বুধবার রাতে দুইটি এবং বৃহস্পতিবার ভোরে একটি মাইন বিস্ফোরণের আওয়াজ আসাতে জামছড়ি এলাকার মানুষের মাঝে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে, স্থানীয় কৃষক আলমের ধারণা, মিয়ানমারের ভিতরে বর্তমানে যে মাইন বিস্ফোরণ হচ্ছে তার পিছনের কারণ হিসাবে বলেন, হয়তো হাতি সহ বিভিন্ন বন্য প্রাণীর চলাচলের সময় তাদের সংস্পর্শে মাইন বিস্ফোরণের ঘটনা ঘঠছে,এতে অনেক বন্যপ্রাণী আহত নিহত হচ্ছেন।