আজ রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

বিস্ফোরণের বিকট শব্দে কাঁপলো নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত

মোঃ ইফসান খান ইমন,নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩ নভেম্বর ২০২২ ০৭:০৮:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ির দুই সীমান্ত পিলার দিয়ে মিয়ানমার থেকে আসা মর্টারশেলের বিকট শব্দে থেমে থেমে কেপে উঠেছে ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকার মাটি। সীমান্তবর্তী ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলমের সঙ্গে কথা বলে জানা যায়,তাদের সীমান্ত এলাকায় অনেক গুলো বিস্ফোরণের আওয়াজে আতঙ্ক ছড়িয়ে বলে তিনি ফোনের মাধ্যমে মানুষ থেকে শুনেছেন,ঘুমধুমে চলতি ভোটার হাল নাগাদ চলার কারনে তিনি তমব্রুর বাইরে রয়েছেন। তমব্রুর বাজারের ব্যাবসায়ী মোঃ সরোয়ার জানান,শিশির মোড়া সকালের তমব্রুতে মিয়ানমারের কিছুটা অভ্যন্তর থেকে বিকট শব্দের বিস্ফোরণের আওয়াজ আসা শুরু হয় ৩৪,৩৫ পিলারের মাঝখান দিয়ে সকাল ৮টা থেকে,থেমে থেমে প্রায় ২৯টি মর্টারশেলের তুমুল গতির আওয়াজ আসে বিকেল চারটা পযর্ন্ত,এই শব্দের কারণে মানুষ ব্যপক ভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন,ব্যক্তিগত কাজে তিনি কক্সবাজারে রয়েছেন,তবে সীমান্তে বিস্ফোরণের শব্দের কথা তিনি শুনেছেন। নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সিমানা পিলারের মাঝ দিয়ে এসব বিস্ফোরণের বিকট শব্দে ভাবিয়ে তুলেছে সীমান্ত জনপদে থাকা হাজার হাজার মানুষকে। বিগত প্রায় তিন মাস ধরে মিয়ানমার অভ্যন্তরে চলে আসা তাদের অভ্যন্তরীন সমস্যা নিয়ে আরকান আর্মি এবং সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ফলে আতঙ্কের মাঝে রয়েছেন বাংলাদেশের সীমান্তের কাছাকাছি থাকা পরিবার গুলো। সম্প্রতি মিয়ানমার তাদের যুদ্ধ দেহি মনোভাব দেখিয়েছে বহুবার,তাদের সামরিক বাহিনীর ফাইটার হেলিকপ্টার,যুদ্ধ বিমান,মটারশেল,একে ৪৭ রাইফেলের গুলি,এবং তাদের গুপ্তচর অবৈধভাবে বাংলাদেশের সীমানায় ঢুকেছে,এসবের কারণে মানুষের মধ্যে ক্ষোভ এবং ভয় কাজ করছে বলে জানিয়েছেন সীমান্তের বহু জন।