বান্দরবানের রোয়াংছড়ি ও থানছি উপজেলার ৮ ইউনিয়নে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। রোববার সকাল ৮টা থেকে বিভিন্ন কেন্দ্রে নারী-পুরুষরা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনের সরঞ্জাম ও প্রশাসনিক কর্মকর্তাদের কেন্দ্রে পৌঁছাতে রোয়াংছড়ির ২টি ও থানচির ১৮টি দুর্গম কেন্দ্রে ব্যবহার করা হয়েছে হেলিকপ্টার। এবারের রোয়াংছড়ির ৪ ইউনিয়নে ৮জন ও থানচির ৪ ইউনিয়নে ১২জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদদ্বন্দ্বিতা করছেন।
বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা সবাই শান্তি পূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান করছে। প্রতিবারের ন্যায় থানচির দূর্গম উপজেলার এসব ইউনিয়নের ভোট কেন্দ্রেও পুরুষের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান জানান, এবার রোয়াংছড়িতে ৪জন ও থানচিতে ৪জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে নির্বাচনী সহিংসতা এড়াতে ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করছেন।