আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবা‌নের তিন ইউপি নির্বাচনের ভোট গ্রহন শুরু

এইচ এম সম্রাট,বান্দরবান থেকে | প্রকাশের সময় : সোমবার ৭ ফেব্রুয়ারী ২০২২ ১২:০০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 বান্দরবা সদর উপজেলার বান্দরবান সদর , রাজবিলা জামছড়ি তিন ইউনিয়নের ভোট কেন্দ্রে শুরু য়েছে ভোট গ্রহন বে তিনটি ইউনিয়নের সবকটিতেই চেয়ারম্যান দে নৌকা প্রার্থীরা বিনা প্রতিদ্বদ্ধিতায় গেই নির্বাচিত য়ে যাওয়ায় আজ সাধারণ সদস্য সংরক্ষিত হিলা সদস্য দে নির্বাচন চলছে সোমবার (৭ফেব্রুয়ারী) সকা ৮টায় কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহন সকালে সদর ইউপির রেইচা লিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোয়ালিয়াখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, জামছড়ির জামছড়ি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বান্দরবান সদরের তিন ইউনিয়নের ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটাররা সবাই শান্তি পূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান রছে প্রতিটি ভোট কেন্দ্রেই পুরুষের চেয়ে হিলা ভোটারের উপস্থিতি ছিল বেশি বে শান্তিপূর্ণ ভোট গ্রহনের সময় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ্যাজিস্ট্রেট কায়েসুর রহমান জানান, মাঠ পর্যায়ে নির্বাচনী হিংসতা এড়াতে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নির্বাহী ্যাজিস্ট্রেট কাজ করছে এবারের ৭ম ধাপের নির্বাচনে বান্দরবান সদরের ইউনিয়নের ২২টি কেন্দ্রে সাধারণ সদস্য দে ৪২জন সংরক্ষিত সদস্য দে ১৭জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে এখানে মোট ভোটার ১৪হাজার ৮শ ৩০জন এরমধ্যে ৭হাজার ৬শ ৪৮জন পুরুষ ৭হাজার ১শ ৮২জন হিলা ভোটার য়েছে