বান্দরবানে আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯১ সালের ১১ এপ্রিল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাসিন্দার গোলাম কাদেরের ছেলে আব্দুর রহমানের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই জহির আহাম্মদ বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় সাক্ষ্য গ্রহণের পর উভয়পক্ষের যুক্তিতর্ক ও শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।
আদালতের পিপি অ্যাডভোকেট ইকবাল করীম বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত দুজন আসামি কারাগারে রয়েছেন। অপর আসামি মো. নুরুল কবির নুরাইয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে।
মামলার বাদী নিহতের বড় ভাই জহির আহাম্মদ বলেন, পরিকল্পিতভাবে তারা আমার ভাইকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করেছিল। যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে আমরা সন্তুষ্ট।