আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানে সড়কের পাশে থেকে যুবকের লাশ উদ্ধার

এইচ এম সম্রাট,বান্দরবান | প্রকাশের সময় : বুধবার ২৪ মে ২০২৩ ০৬:০৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

বান্দরবান- রুমা সড়কের পাশ থেকে মেদো মারমা (৩৪) নামে এক মোটর সাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার( ২৪ মে) সকালে সদর উপজেলান ৪নং সুয়ালক ইউনিয়নে গেসমনি পাড়া ও ম্রোলং পাড়া মধ্যবর্তী স্থান থেকে এই লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশে একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। রুমা বাসিন্দা অংচোয়াং মারমা বলেন, নিহত মেদো মারমা গতকাল বিকালে মোটরসাইকেল যোগে বান্দরবান থেকে রুমা আসছিল। রুমা সড়কের চৈক্ষ্যং ও বটতলী পাড়া মধ্যখানে একটি টিএস ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লাগলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মেদো মারমা গুরুতর আহত হয়। এসময় ট্রিএস চালকসহ গাড়ির লোকজন তাকে গাড়িতে তুলে নিয়ে গেসমনি পাড়া ও ম্রোলং পাড়ার মধ্যবর্তী স্থানে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায়। বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহিদুল ইসলাম জানান, সড়কের পাশে এক যুবকের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এটি হত্যা নাকি দুর্ঘটনা ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। নিহত মেদো মারমা রুমা সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পড়ুয়া পাড়া গ্রামে প্রুথোয়াই অং মারমা ছেলে। তিনি পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক বলে জানা যায়।