আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানে শিক্ষক ও সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণ শুরু'''

অসীম রায় : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১০ নভেম্বর ২০২২ ০৪:২২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

বান্দরবানে ১২ দিন ব্যাপী শিক্ষক ও সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। ১০ ই নভেম্বর বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরোজ বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলানায়তনে ১২ দিনব্যাপী এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো: মঞ্জুর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঁঞা। উপস্থিত ছিলেন শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের (এসপিবিকে) উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মো. হেলাল উদ্দিন। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের সহযোগিতায় ২৮ জন শিক্ষক ও ৩ জন সুপারভাইজারকে ১২ দিন ব্যাপী বুনিয়াদী এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আয়োজকরা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর তত্ববধানে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (সাব কমপোনেন্ট,২ ,৫ , পিইডিপি-৪) এর আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী ২০ নভেম্বর শেষ হবে এ প্রশিক্ষণ।