আজ শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

বান্দরবানে র‌্যাবের অভিযানে ৫ জঙ্গী গ্রেফতার

এইচ এম সম্রাট,বান্দরবান | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১২ জানুয়ারী ২০২৩ ০১:৪৮:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

বান্দরবানের থানছি ও রোয়াংছড়ি উপজেলের দুর্গম পাহাড়র র‌্যাব অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র প্রশিক্ষনরত ৫ জঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের কাছ থেকে কোন অস্ত্র বা সরঞ্জাম পাওয়া যায়নি। গ্রেফতারকৃত জঙ্গী সদস্যরা হলেন,কুমিল্লা জেলার নিজামুদ্দিন হিরন ওরফে ইউসুফ(৩০),নোয়াখালী জেলার সালেহ আহাম্মদ ওরফে সাইহা(২৭) কুমিল্লা জেলার মোঃ সাদিকুর রহমান সুমন ওরফে ফারকুন(৩০), সিলেট জেলার মোঃ বাইজিদ ইসলাম ওরফে মুয়াজ ওরফে বাইরুল(২১),কুমিল্লা জেলার ইমরান বিন রহমান ওরফে শিতিল ওরফে বিল্লাল(১৭)। বৃহস্পতিবার(১২ জানুয়ারী) বান্দরবানের মেঘলাস্থ জেলা পরিষদ সম্মেলন কক্ষে র‌্যাবের এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এতথ্য জানান। তিনি আরো জানান,বুধবার ১১জানুয়ারী র‌্যাব-৭ এর একাধিক দল বান্দরবান জেলার রোয়াংছড়ি ও থানছি উপজেলার দুর্গম বিভিন্ন পাহাড়ে অভিযান চালিয়ে নতুন সংগঠিত জঙ্গী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র প্রশিক্ষনরত ৫ জঙ্গীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরো জানান,আটককৃত এই ৫জন ২০২১ সালের বিভিন্ন সময়ে বান্দরবানে এসে স্থানীয় শসস্ত্র সংগঠন কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ক্যাম্পে অর্থের বিনীময়ে প্রশিক্ষনে অংশ নেয়। গত সেপ্টম্বর থেকে জঙ্গী ও কেএনএফ এর বিরুদ্ধে অভিযান শুরু করে র‌্যাব। এই অভিযানের অংশ হিসাবে গত ২৭ নবেম্ভর কেএনএফ এর প্রশিক্ষন ক্যাম্পে অভিযান চালিয়ে ৩ কুকি চীন সদস্য ও ৭ জঙ্গীসহ মোট ১০ জনকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়আগ্নেয়াস্ত্র,বোমা,বোমা তৈরীর সরঞ্জাম,গুলি,পোষাকসহ নানান সামরিক সরঞ্জাম। জঙ্গী বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলি তিনি জানান।