আজ বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

বান্দরবানে মগবাহিনীর নামে চাঁদা আদায়: ইয়াবা ও অস্ত্রসহ যুবক আটক

এইচ এম সম্রাট,বান্দরবান : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৪ মে ২০২২ ০৫:৫৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে মগ লিবারেশন পার্টি (এমএলপি)র নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায় করার সময় আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ পুলিশ উমুংচিং মার্মা নামে (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (২৩ মে) রাতে বান্দরবান শহরের তালুকদারপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক উমুংচিং মার্মা ২ নং রুমা সদর ইউনিয়নের পলিকাপাড়া এলাকার উচিনু মার্মার ছেলে।

পু্লিশ ও স্থানীয়রা জানান, উমুংচিং মার্মা দীর্ঘদিন ধরে বান্দরবানের স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে মগবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা আদায় করে আসছিলেন। বিষয়টি প্রশাসনে নজরে আসলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে নজরদারিতে রাখে।

চাঁদাবাজির অভিযোগের সত্যতা পাওয়ায় গোপন সংবা‌দের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বান্দরবানের তালুকদারপাড়া এলাকা থেকে তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ২৩ পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, মাদক ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।