আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

বান্দরবানে বন্য হাতির আক্রমণে নিহত ১

অসীম রায় বান্দরবান : | প্রকাশের সময় : শুক্রবার ৪ নভেম্বর ২০২২ ১২:২৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবান লামা উপজেলার বন্য হাতির আক্রমণে খতিজা বিবি (৬৫ )এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার ০৪ ঠা নভেম্বর সকালে আজিজনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সোহরাব পাড়া, মগ বাজার ও জামাল পাড়া গ্রামে এই ঘটনাটি হয়। নিহত খতিজা বিবি (৬৫), সে সোহরাব পাড়ার মৃত ফজর আলীর স্ত্রী। আহতরা হলেন, আমির আলী (৫০) ও মোজাম্মেল হক বয়াতি (৬৫)। আহতদের উদ্ধার করে স্বজনরা পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। প্রত্যক্ষদর্শী মোঃ জাকারিয়া ও মোঃ বাবলু জানিয়েছেন, সকালে বন্য হাতির পাল তান্ডব চালায়। এসময় বন্য হাতি দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাংচুর করে। গৃহস্থালি কাজে যাওয়ার সময় বন্য হাতির সামনে পড়ে নিহত খতিজা বিবি। মুহুর্তে হাতি তাকে আঁচড়ে মেরে ফেলে। পরে মগ বাজার আমির আলীর দোকান ও জামাল পাড়ার মোজাম্মেল হক বয়াতির বাড়িতে ভাংচুর করে তাদের আহত করে। এসময় কয়েকটি গাড়ি ভেঙ্গে ফেলে হাতির পাল। স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তা করা হবে। লামা আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ তার বাড়িতে আছে। আহতরা চিকিৎসাধীন। জনপ্রতিনিধিদের সুপারিশ ও কারো অভিযোগ না থাকায় নিহতের লাশ দাফনের জন্য বলা হয়েছে।