আজ শনিবার ১১ মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১

বান্দরবানে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে, নিহত ১,আহত-৮

এইচ এম সম্রাট,বান্দরবান : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ মে ২০২২ ০১:০৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আরও আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, থানচি উপজেলার জীবননগর ঢালুতে পর্যটকবাহী একটি কালো রঙের এক্সনোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক পর্যটকের মৃত্যু হয়। এ সময় আরও আটজন পর্যটক আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বিজিবি সদস্যরা গুরত্বর আহত পাঁচজনকে উদ্ধার করে থানচি এবং বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। নিহত পর্যটকের নাম জানা যায়নি।

আহত পর্যটক মো. ওয়াহিদ বলেন, আমরা সবাই বুয়েট শিক্ষার্থী। ঢাকা থেকে  বান্দরবান বেড়াতে এসেছিলাম। থানচিতে যাওয়ার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে। গাড়িতে চালকসহ আমরা ৯ জন ছিলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সত্যব্রত চাকমা বলেন, পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আট পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।