আজ বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

বান্দরবানে দুর্ধষ ডাকাত সর্দার শাহিনুরসহ গ্রেফতার-২

এইচ এম সম্রাট,বান্দরবান | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৯ জানুয়ারী ২০২৩ ১২:০৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

বান্দরবানে র্যাবের অভিযানে কক্সবাজারের রামু, গর্জানিয়া ও বাইশারী নাইক্ষ্যংছড়ি এলাকার আতঙ্ক ডাকাত দলের লিডার দুর্ধষ ডাকাত শাহিনুরসহ তার অপর এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়,দুর্ধষ ডাকাত শাহিনুরসহ তার অপর এক সহযোগী বান্দরবান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে র্যাব-১৫(সিপিসি-৩ বান্দরবান এর ক্যাম্প কমান্ডার মেজর পারভেজ আরেফিনের নেতৃত্বে র্যাবের একটি দল বুধবার(১৮ জানুয়ারী) রাত সাড়ে নয়টায় বান্দরবান সদর থানাধীন মেঘলা মেইন রোডে জেলা পরিষদ এর সামনে রাস্তায় চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে গাড়ী তল্লাশী করে কক্সবাজারের রামু, গর্জানিয়া ও বাইশারী নাইক্ষ্যংছড়ি এলাকার মূর্তিমান আতঙ্ক ডাকাত দলের লিডার বহু মামলার পলাতক আসামী দুর্ধষ ডাকাত শাহিনুর (২৯)ও তার অপর এক সহযোগী তারেক জিয়া(২০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুর্ধষ ডাকাত শাহিনুরসহ তার অপর এক সহযোগীকে র্যাব-১৫ কার্যালয় কক্সবাজারে নিয়ে যাওয়া হবে বলে জানায় র্যাব। জানা যায়, ডাকাত সর্দার শাহিনুর রহমানের নেতৃত্বে একটি ডাকাত দল দীর্ঘ দিন ধরে কক্সবাজারের রামু, গর্জানিয়া ও বাইশারী- নাইক্ষ্যংছড়ি সড়কে গাড়ি এবং ঘর ডাকাতিসহ নানান সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। ডাকাত সর্দার শাহিনুর রহমান ডাকাতি ও ডাকাতি মার্ডারসহ বহু মামলার পলাতক আসামী।