আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন জমা দিলেন বীর বাহাদুর

আল ফয়সাল বিকাশ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ০১:৫৬:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসন থেকে ৭ম বারের মতো আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি তার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আজ বুধবার সকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহ্ মুজাহিদ উদ্দিন এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেয়ার আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । পরে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা, সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান, সহসভাপতি কাজল কান্তি দাশ, আব্দুর রহিম চৌধুরী, একেএম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক লক্ষি পদ দাশ, যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: সামসুল ইসলাম, থানচি উপজেলা আওয়ামীগীগের সভাপতি থোয়াইহ্লা মং মারমা, রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশ্বনাথ তঞ্চঙ্গা, জেলা আওয়ামীলীগের কর্যকরী সদস্য অংশৈ থোয়াই মারমাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা রিটার্নিং অফিস সুত্রে জানা গেছে, বান্দরবান ৩০০ নং আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মনোনয়ন জমা দিয়েছেন। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মংঞে প্রু ও জাতীয় পার্টি (মঞ্জু) দলীয় প্রার্থী এটিএম শহীদুল ইসলাম নামে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন জমা দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্বত্য মন্ত্রী বলেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য নির্বাচন প্রত্যাশা করছি এবং সব দলের প্রার্থীদের অংশগ্রহণও আশা করি। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে যতটুকু পেরেছি উন্নয়ন করেছি। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, বিদ্যুৎসহ সব সেক্টরে উন্নয়ন হয়েছে। তবে এই উন্নয়ন পর্যাপ্ত নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে আরো অনেক কাজ করতে হবে। আমি আশাবাদী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ম বারের মতো সংসদে পাঠিয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ দিবেন।