আজ শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

বান্দরবানে জাতীয় সংবিধান দিবস পালিত

অসীম রায় বান্দরবান : | প্রকাশের সময় : রবিবার ৬ নভেম্বর ২০২২ ১১:৫৫:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

‘এই সংবিধান শহীদের রক্তে লিখিত, এ সংবিধান সমগ্র জনগণের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে।’-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৪ ই নভেম্বর জাতীয় সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ বিজয় দিবস থেকে কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলাপ্রশাসক, বান্দরবান, এই সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন,মেয়র ইসলাম বেবী পৌরসভার বান্দরবান, জেলাপ্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ। বিগত ২ নভেম্বর ২০২২ খ্রি. তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ ৪ নভেম্বর তারিখকে 'জাতীয় সংবিধান দিবস' হিসেবে ঘোষণা করেছে এবং জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন / পালন সংক্রান্ত পরিপত্রে 'ক' শ্রেনীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করেছে। জেলাপ্রশাসক তার বক্তৃতায় গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংবিধানের মর্যাদা অক্ষুন্ন রাখতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় সংবিধান দিবস বাঙালি জাতির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন।