আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানে জাতীয় যুব দিবস পালিত

অসীম রায়, বান্দরবান : | প্রকাশের সময় : মঙ্গলবার ১ নভেম্বর ২০২২ ০৭:২২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

০১ লা নভেম্বর জাতীয় যুব দিবস। এবারের প্রতিপাদ্য- “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ "দক্ষ যুব গড়বে দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানান আয়োজনে মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। আজ ১ লা নভেম্বর মঙ্গলবার বিকালে জাতীয় যুব দিবস ২০২২ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আলোচনা সভা, যুব ঋনের চেক বিতরণ, সনদপত্র বিতরণ ও যুব পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তারিকুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরসহ জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানে প্রধান অতিথি চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে একমাত্র দেশের যুব সমাজ। পরিবার, সমাজ, দেশ ও জাতির জন্য যুব সমাজ একটি বিরাট সম্পদ। এই সম্পদকে যাতে প্রকৃত সম্পদ হিসেবে গড়ে তোলা যায় তার জন্য সরকার, সমাজকে নিয়ে সরকারের মহাপরিকল্পনা আছে যাতে আর কোন যুবক যুবতী বেকার না থাকে এবং সমাজের জন্য বোঝা না হয়। সেই লক্ষে যুব সমাজকে কারিগরীভাবে প্রশিক্ষিত এবং সম্পদে পরিণত করে কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়।