আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন

অসীম রায় বান্দরবান : | প্রকাশের সময় : বুধবার ৪ জানুয়ারী ২০২৩ ০২:০৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

'''ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান''' ''লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনিবার্ন''' “ শিক্ষা, শান্তি , প্রগতি ” এই শ্লােগানকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়ােজনের মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্টাবার্ষিকী উদযাপন উপলক্ষে ছাত্রলীগের প্লাটিনাম জয়ন্তী আজ ৪ ঠা জানুয়ারি বুধবার সকালে বান্দরবানে রাজার মাঠ হতে জেলা ছাত্রলীগের আয়ােজনে এক বর্ণাঢ্য শােভাযাত্রা বের করা হয়। শােভাযাত্রায় ব্যানারে, প্ল্যাকার্ড এবং দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে জমায়ত হয়। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতীয় ও দলীয় পতাকা উত্তােলন শেষে বেলুন উড়িয়ে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্টাবার্ষিকী উর্দযাপন উপলক্ষে আয়ােজন করা হয় এক আনন্দ সমাবে। এসময় জেলা ছাত্রলীগের অংসাই প্রু মামা এর সভাপতিত্বে আনন্দ সমাবেশরে প্রধান অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন জেলা সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, আওয়ামীলীগের সম্পাদক মেয়র মোঃ ইসলাম বেবী, আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজল কান্তি দাশ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক মোজ্জামেল হক বাহাদুর, পরে শহর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, বান্দরবান জেলা সাবেক ছাত্রলীগের সভাপতি মাঃ কাউছার সােহাগ, নবগঠিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন সহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নতাকর্মীরা উপস্তিতি ছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, ১৯৪৮ সালে ৪ জানুয়ারি এই সময়ে দাবিতেই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সময়ের প্রয়ােজন মেটাতেই এগিয়ে চলাে বাংলাদেশ ছাত্রলীগের। বক্তারা আরা বলেন, জন্মের প্রথমে লীগ থেকেগই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনর বিরদ্ধে গণঅভ্যুত্থান, সর্বাপরি স্বাধীনতা ও স্বাধিকার আদােলনের ছয় দফা করার সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদশ ছাত্রলীগ। বঙ্গবন্ধুর আদর্শ বুক ধারণ করে, সব অশুভ শক্তিকে পেছনে ফেলে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুনত রেখে, দেশগড়ার প্রত্যয় এগিয়ে যাবে বাংলাদেশ ছাত্রলীগ।