আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১
সেনা বাহিনীর-কেএনএফ বন্দুক যুদ্ধ:অস্ত্র ও গুলিসহ

বান্দরবানে কেএনএফ সদস্যের লাশ উদ্ধার

এইচ এম সম্রাট,বান্দরবান | প্রকাশের সময় : রবিবার ২৯ জানুয়ারী ২০২৩ ০৪:১৮:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

বান্দরবানে সেনা বাহিনীর সাথে কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ড (কেএনএফ) এর মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় পাহাড় তল্লাশী চালিয়ে গুলিতে নিহত এক কেএনএফ সদস্যের লাশ ও অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জনায়,বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম মুন্নম পাড়া,আরথা পাড়া ও মুলফি পাড়া এলাকায় দীর্ঘ দিন ধরে কেএনএফ এর শসন্ত্র সদস্যরা অবস্থান নিয়ে এসব পাড়ার লোকজনের উপর জুলম,অত্যাচার ও নির্যাতন চালিয়ে আসছে। কেএনএফ সন্ত্রাসীদের অত্যাচার ও নির্যাতনের ভয়ে ইতি মধ্যে অনেক ঘর বাড়ি ছেড়ে উপজেলা সদরে নিরাপদে আশ্রয় নিয়েছে।বিষয়টি খবর পেয়ে রুমা সেনা জোনের একাধিক দল গত ৩দিন ধরে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালানা করে। এসময় সেনা বাহিনীর সাথে কেএনএফ সদস্যদের ব্যাপক গুলি বিনীময়ের ঘটনা ঘটে। এক পর্যায়ে সেনা বাহিনীর অভিযানের মুখে টিকতে না পেরে কেএনএফ সদস্যরা পালিয়ে যায়। রবিবার (২৯ জানুয়ারী) সকালে পাহাড় তল্লাশী চালিয়ে এক কেএনএফ সদস্যের লাশ,একটি লম্বা বন্দুক ও বেশ কিছু গুলি উদ্ধার করে পুলিশ। এব্যাপারে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম মুন্নম পাড়া,আরথা পাড়া ও মুলফি পাড়া এলাকায় সেনা বাহিনীর সাথে কেএনএফ সন্ত্রাসীদের গোলা গুলির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এসময় পাহাড় তল্লাশী চালিয়ে একটি বন্দুক কিছু কার্তুজসহ এক কেএনএফ সদস্যের গুলি বৃদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে