আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানে এপিবি এন কর্তৃক ১০ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৯ অগাস্ট ২০২৩ ০৮:১৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)  আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায় এএসআই মোঃ রবিউল করিম সিকদার এর তৎপরতায় ১। লক্ষ্মীপুর সদর থানার সাধারণ ডায়েরী নং-১৯৫ তাং-০৪/০৩/২০২৩খ্রিঃ, ২। মুক্তাগাছা থানার সাধারণ ডায়েরী নং-১৩১১ তাং-২৬/০৬/২০২৩খ্রিঃ, ৩। উখিয়া থানার সাধারণ ডায়েরী নং-১২৩৪ তাং-২৮/০৬/২০২৩খ্রিঃ, ৪। উখিয়া থানার সাধারণ ডায়েরী নং-১০৯৬ তাং-২৩/০৭/২০২৩খ্রিঃ, ৫। রামু থানার সাধারণ ডায়েরী নং-৪৪৩ তাং-১০/০৭/২০২৩খ্রিঃ, ৬। ডাবলমুরিং থানার সাধারণ ডায়েরী নং-১৩৩৫ তাং-২১/০৪/২০২৩খ্রিঃ, ৭। বায়েজিদ বোস্তামী থানার সাধারণ ডায়েরী নং-১১৫৩ তাং-১৬/০৫/২০২৩খ্রিঃ, ৮। আকবরশাহ থানার সাধারণ ডায়েরী নং-১৪২১ তাং-২৩/০৩/২০২৩খ্রিঃ, ৯। চাঁন্দগাও থানার সাধারণ ডায়েরী নং-১২৪৯ তাং-১৯/০৪/২০২৩খ্রিঃ, ১০। উখিয়া থানার সাধারণ ডায়েরী নং-৩২৯ তাং-০৮/০৬/২০২৩খ্রিঃ মূলে জিডি কপি সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম মেটা-৪/৫ কর্তৃক SAMSUNG A511, OPPO A76, OPPO CPH2365, OPPPO CPH2477, Realme c25Y, POCO X3, Realme GT2, HUWAY Honor 10, Realme C11, POCO M3 সর্বমোট ১০ টি মোবাইল ফোন এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা সংক্রান্তে ভিকটিম আরফাত হোসেন (২৩) পিতা-এমতাজ মিয়া, সাং-মেঘলা, ৯নং ওয়ার্ড, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান এর সদর থানার সাধারণ ডায়েরী নং-৮০৩ তাং-১৮/০৫/২০২৩খ্রিঃ মূলে বিকাশ এজেন্ট নম্বরে ৫,১০০/-(পাঁচ হাজার একশত টাকা) টাকা প্রেরণ করার সময় ভুলক্রমে অন্য একটি নম্বরে (০১৭৪৮৪৭০৮৪৮) চলে গেলে মেঘলা, বান্দরবান সাইবার টিম উক্ত নম্বরের মালিকের সাথে যোগাযোগ করে ৫,১০০/-(পাঁচ হাজার একশত টাকা) টাকা উদ্ধার করে। পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), সহ-অধিনায়ক (পুলিশ সুপার), সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড ইন্টেঃ) উপস্থিতিতে ইং ২৯/০৮/২০২৩ তারিখে বিভিন্ন ব্র্রান্ডের ১০টি মোবাইল ফোনসহ বিকাশ হতে উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করেন।