আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানে এক সপ্তাহ ধরে নিখোঁজ ছাত্রকে ফিরে পেতে মা বাবার আকুতি

এইচ এম সম্রাট,বান্দরবান : | প্রকাশের সময় : সোমবার ১৪ ফেব্রুয়ারী ২০২২ ০৪:৫০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে গত এক সপ্তাহ ধরে  কারিগরি প্রশিক্ষন কেন্দ্র(টিটিসি'র) আবুল হোসেন রাব্বি (২১) নামে এক ছাত্র নিখোঁজ রয়েছে।  নিখোঁজ ছাত্র রাব্বি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউপির ছাইংগ‍্যা দানেশ পাড়ার মোঃ ইসহাক ও শামসুন্নাহার বেগম দম্পতির এক মাত্র সন্তান। সে বান্দরবান মেঘলাস্থ কারিগরি প্রশিক্ষন কেন্দ্র(টিটিসি'র) ইলেক্ট্রিক বিভাগের ছাত্র। নিখোঁজ ছাত্র রাব্বির পিতা জানান, রাব্বি গত ৯ ফেব্রুয়ারী বুধবার স্কু্লের যাবার উদ্দেশ‍্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে আর বাসায় ফিরে আসেনি।  আত্নীয় স্বজন ও সম্ভাব‍্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধ‍্যান পাওয়া যায়নি। এব‍্যপারে গত ১০ ফেব্রুয়ারী বান্দরবান সদর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। তিনি আরো জানান,রাব্বি অন্য ছেলের তুলনায় একেবারে শান্ত নরম ও ভদ্র ছেলে এবং সে নিয়মিত নামাজ পড়তো। নিখোঁজ ছেলের কোন সন্ধ‍্যান পেলে  ০১৫৫৭১৩৭৬৯০,০১৮২০৪২৪৯৯১ নাম্বারে যোগাযোগ করার জন‍্য সবার কাছে অনুরোধ জানান তিনি। বান্দরবান কারিগরি প্রশিক্ষন কেন্দ্র(টিটিসির)। অধ‍্যক্ষ পলাশ কুমার বড়ুয়া জানান, নিখোঁজ রাব্বি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতো। ক্লাসের হাজিরা খাতা অনুযায়ী সে র্সব শেষ গত ৬ ফেব্রুয়ারী পর্যন্ত ক্লাসে উপস্থিত ছিল।  এর পর থেকে সে আর ক্লাসে আসনি। সে নিখোঁজ হওয়ার ঘটনাটি দুঃখ জনক। সে অনেক শান্ত নরম ও ভদ্র ছিল। তার সন্ধ‍্যানে স্কুল কতৃপক্ষও চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান।