আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

অসীম রায় বান্দরবান : | প্রকাশের সময় : শনিবার ১০ ডিসেম্বর ২০২২ ০২:৪০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

শুক্রবার ৯ই ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এ স্লোগানকে সামনে রেখে সকালে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্বোধন করেন ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা প্রশাসক, বান্দরবান । জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম বান্দরবান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত পুলিশ সুপার সহ। মানববন্ধনে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সরকারি বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জনসম্পৃক্ততা ছাড়া শুধু আইন দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব নয়।সর্বমহলের অংশগ্রহণ প্রয়োজন রয়েছে, সকলকে সচেতন হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতিমুক্ত রাখতে শিক্ষার্থীদেরকে পাঠ্য বিষয়ের পাশাপাশি নৈতিকতা ও মানবিকতা চর্চা করার পরামর্শ দেন তিনি । সরকারি ,বেসরকারি ও স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হবার আহবান জানান জেলাপ্রশাসক।