আজ শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১
পিসিপি'র সাবেক সভাপতি অপহরন

বান্দরবানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস-এমএলপি বন্দুক যুদ্ধ আহত-১

এইচ এম সম্রাট,বান্দরবান: | প্রকাশের সময় : সোমবার ১৩ ডিসেম্বর ২০২১ ০১:০১:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম
গুলিবৃদ্ধ অবস্থায় চন্দ্রঘোনা হাসপাতালে ভর্তি এমএলপি সদস্য

 

 বান্দরবানে উপজাতীয় শসস্ত্র সন্ত্রাসী সংগঠন জেএসএস এবং এমএলপি'র মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে নয়টার দিকে বান্দরবান সদর উপজেলার রাজবিলা আমতলী এলাকায় এঘটনা ঘটে। স্থানীয়রা জানায়,রাত ৮টার দিকে মগ লিবারেশ পার্টি(এমএলপি'র) এক দল সশস্ত্র সদস্য ডলুপাড়ার নিজ বাসা থেকে জেএসএস সমর্থক ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি'র) বান্দরবান জেলা শাখার সাবেক সভাপতি পুশুথোয়াই মার্মাকে অপহরন করে নিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে জেএসএস'র সশস্ত্র সদস্যরা অপহৃতকে উদ্ধার করতে আমতলী এলাকায় অবস্থান নেয়। এসময় এমএলপি'র সদস্যরা অপহৃতকে নিয়ে একটি গাড়ি যোগে চলে যাওয়ার জেএসএস সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় দুপক্ষের মধ্যে প্রায় এক ঘন্টা বন্দুক যুদ্ধ চলে। এঘটনায় পায়ে গুলি বৃদ্ধ অবস্থায় এক এমএলপি সদস্যকে চন্দ্রঘোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এব্যপারে প্রশাসনের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।