আজ শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

বান্দরবানে অভিযানে বিপুল পরিমান অবৈধ সেগুন কাঠ আটক

নিজস্ব প্রতিবেদক,বান্দরবান | প্রকাশের সময় : সোমবার ৯ জানুয়ারী ২০২৩ ০৭:১৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

বান্দরবানের আলীকদম উপজেলায় সেনা বাহিনীর অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ সেগুন কাঠ আটক করেছে। (৮ জানুয়ারী রবিবার) ৩১ বীর আলীকদম জোনের আওতাধীন আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের,৩নং ওয়ার্ডের গয়াম ঝিরি বাসুদেব কারবারি পাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়। সেনা বাহিনী জানায়,একটি কাঠ চোরাকারবারী চক্র উক্ত স্থানে অবৈধ ভাবে মুল্যবান বিপুল পরিমান সেগুন কাঠ মজুদ করেছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে আলীকদম ৩১বীর সেনা জোনের ক্যাপ্টেন মাজহার এর নেতৃত্বে সেনা বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে কর্তন করে মজুদ করা ৯০০ ঘনফুট মুল্যবান সেগুন কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৯,৮০,০০০ টাকা (উনিশ লক্ষ আঁশি হাজার টাকা) । জব্দকৃত কাঠ গুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে জব্দকৃত কাঠের মালিকের কোন পরিচয় পাওয়া যায়নি বলে সেনা বাহিনী জানায়।।