আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানে অপহৃত ইট ভাটা ম্যানেজার উদ্ধার: আটক ৩ অপহরনকারী,অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

এইচ এম সম্রাট,বান্দরবান | প্রকাশের সময় : বুধবার ৬ সেপ্টেম্বর ২০২৩ ০৪:১১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে অপহৃত ইট ভাটা ম্যানেজার মো: ইউসুফকে উদ্ধার করেছে স্থানীয় জনতা। এসময় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ অপহরনকারী দলের ৩ সদস্যকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে বান্দরবান সদর উপজেলার ক্যামলং মকছুদ কোম্পানীর মালিকানাধীন ইট ভাটার অফিস থেকে ৭/৮ জন উপজাতীয় যুবক অস্ত্রের মুখে ম্যানেজার মো: ইউসুফ(৪৫) অপহরন করে নিয়ে যায়। 

বুধবার (৬ সেপ্টম্বর) বেলা ১১ টার দিকে বান্দরবান সদর উপজেলার ক্যামলং সোনাই ঝিরি এলাকা এক অচেনা উপজাতীয় যুবক পাহাড় থেকে নেমে এসে দোকান থেকে নাস্তা নিয়ে পাহাড়ের দিকে চলে যাচ্ছিল। এসময় উপজাতীয় যুবকের প্রতি স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ সহ দেহ তল্লাশী করে। স্থানীয়রা তার দেহ তল্লাশী চালিয়ে প্যান্টের পকেট থেকে অপহৃত ম্যানেজারের ব্যবহৃত মোবাইল উদ্ধার করে। এক পর্যায়ে সে স্বীকার করে যে তিনি অপহরনকারী দলের সদস্য এবং অপহৃত ম্যানেজার পাহাড়ে তাদের হাতে বন্দি রয়েছে। এসময় স্থানীয়রা পুরো সোনাই ঝিরি পাহাড় ঘেরাও করে তল্লাশী শুরু করে। এক পর্যায়ে পাহাড় থেকে বন্দি অবস্থায় অপহৃত ম্যানেজার মো: ইউসুফকে উদ্ধার করে। এসময় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ অপহরনকারী দলের আরো দুই সদস্যকে আটক করে। আটক অপহরকারী দলের সদস্যরা হলেন,মংক্যচিং মার্মা(২৬) চহ্লা মার্মা(৩৫) এবং সানি মার্মা(৩২)।  উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে- ২টি দেশীয় তৈরী এলজি বন্ধুক,২ রাউন্ড কার্তুজ,ওয়াকিটকি ও ৫টি মোবাইল। আটক অপহরনকারী দলের সদস্য মংক্যচিং মার্মা ম্যানেজার মো: ইউসুফকে অপহরনের দ্বায় স্বীকার করে বলেন, তাদে ৬ সদস্য বিশিষ্ট শসস্ত্র দলে আটক ৩ জন ছাড়াও মংহ্লাচিং মার্মা,মেদু মার্মা ও সুইচিং মার্মা নামে আরো ৩জন রয়েছে। তাদের দলের নেতা সুইচিং মার্মা এবং তার বাড়ী রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার মরাপুর। তিনি আরো জানান,এই দলের অন্যান্য সদস্যদের বাড়ী খাগড়াছড়ি জেলার লক্ষিছড়ি ও ও মানিকছড়ি উপজেলায়। তারা বেশ কয়েক বছর ধরে এই এলাকায় অবস্থান নিয়ে অপহরন বানিজ্য চালিয়ে আসছে।

এদিকে জনতার হাতে অপহৃত উদ্ধার এবং অস্ত্রসহ ৩ অপহরনকারী দলের সদস্য আটকের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেছে সেনা বাহিনী ও পুলিশ। এসময় স্থানীয়রা উদ্ধার হওয়া ম্যানেজার,আটক ৩ অপহরকারী দলের সদস্যসহ অস্ত্র পুলিশের হাতে হস্তান্তর করেছে। 

ঘটনাস্থালে উপস্থিত বান্দরবান সদর থানা পুলিশের এস আই মো: আলমগীর সাংবাদিকদের জানান, স্থানীয় জনতা কর্তৃক অপহৃত ম্যানেজারকে উদ্ধার এবং সাথে অস্ত্রসহ ৩ অপহরনকারীকে আটকের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। স্থানীয়রা উদ্ধার হওয়া ম্যানেজার মো: ইউসুফ এবং অস্ত্রসহ ৩ অপহরনকারীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।  এব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।