আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ঠা পৌষ ১৪৩১

বান্দরবান জেলা পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান সঙ্গে থানচি প্রেসক্লাব সৌজন্যে সাক্ষাৎ

থানচি (বান্দরবান) প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ৮ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরবর্তী স্থানীয় সরকার কাঠামো ভেঙে দেয়ার পর ৭ নভেম্বর বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়।

 

 

রবিবার দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই সাথে থানচি প্রেসক্লাব সদস্যেরা সৌজন্য সাক্ষাৎকার গ্রহণ করেন। এসময় থানচি উপজেলা থেকে নব নিযুক্ত জেলা পরিষদ সদস্য মৎস্য ও পর্যটন ব্যবস্থাপনা দায়িত্বপ্রাপ্ত খামলাই ম্রো, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সহ-সভাপতি রেমবো ত্রিপুরা ও সাধারণ সম্পাদক চহ্লামং মারমা সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

সৌজন্য সাক্ষাৎকার সময় নব নিযুক্ত চেয়ারম্যান বলেন, সাংবাদিকরাই জাতির দর্পণ, দেশের বর্তমান পরিস্থিতিতে স্বচ্ছ ও নিরপেক্ষ সংবাদ তুলে ধরতে হবে। নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে সাংবাদিকদের আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। সব সময় সাংবাদিকদের সহযোগিতা থাকবে পার্বত্য জেলা পরিষদ।