দেশের বিভিন্ন স্থানে শিক্ষায় বিশেষ অবদান রাখায় বান্দরবানের আল ফারুক ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে বিদ্যালয়ের অডিটরিয়ামে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি দলিলুর রহমান আনসারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সংবর্ধনা প্রদান করেন। এসময় আল ফারুক ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ আরিফ বিল্লাহর সভাপতিত্বে ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ,বিদ্যালয়ের শিক্ষক মোঃ আজিজুল হক,মাওলানা আলাউদ্দিন ইমামীসহ অন্যান্য শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ ও অবিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বলেন, ১৯৮৯সাল থেকে এ শিক্ষা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করার পর থেকে জেলায় সুনাম বয়ে আনছে। এখানকার অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের নামকরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে বিশেষ অবদান রেখেছে। তাছাড়া ২০২১সালে এ বিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জেলার শ্রেষ্ট হয়েছে। ২০২২সালেও এ প্রতিষ্ঠানেরই শিক্ষার্থী জেলার শ্রেষ্ট হয়েছে। আজ তাদের মধ্যেই প্রথমবারেরমত ১৯জনকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও বই দেয়া হয়েছে বলে জানান তিনি। ভবিষ্যতেও এ ধরনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হবে বলে জানান তিনি।