আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

বাঙ্গাল হালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠিতা অধ্যক্ষ ফরিদ মিয়া তালুকদারের বিদায়ী সংবর্ধনা

মো: আইয়ুব চৌধুরী, রাজস্থলী : | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ জানুয়ারী ২০২২ ১১:২১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের মনোরম পরিবেশে বাঙালহালিয়ার সর্বোচ্চ বিদ্যাপিঠ বাঙ্গালহালিয়া   কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ ফরিদ মিয়া তালুকদারের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

 ১১ জানুয়ারী মঙ্গলবার দুপুর  কলেজ প্রাঙ্গনে কলেজের জীব বিজ্ঞানের অধ্যাপক সুনিত কুমার মুৎসুদ্দী এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক মিয়া তালুকদার। তিনি আজ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেন।

 

বিদায়ী সংবর্ধনায় বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর যাবৎ সচ্ছতা,জবাবদিহিতার মধ্য দিয়ে সুনামের সহিদ তিনি কলেজের দাযিত্ব পালন করে আসছেন। ফরিদ মিয়া তালুকদার অক্লান্ত পরিশ্রম করেন বাঙালহালিয়া কলেজ কে সরকারিকরণ করার জন্য । তার দায়িত্ব চলাকালিন কলেজের শিক্ষার প্রসার ঘটে। এ সময় ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মুমু মারমা প্রমুখ।