আজ শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

ফটিকছড়ির সুন্দরপুর বিএনপির আহবায়ক কমিটি ও সম্মেলন বাতিল চেয়ে কেন্দ্রে চিঠি

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫ ০৯:৩৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি পুনর্গঠন করে নতুন আহবায়ক কমিটির মাধ্যমে ওয়ার্ড কাউন্সিল করে ইউনিয়ন বিএনপির সম্মেলনে করতে কেন্দ্রে অভিযোগ দেয়া হয়েছে। গত ৬ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক দলনেতা অ্যাডভোকেট আহমেদ আজম খাঁন বরাবর এ লিখিত আবেদন করেন সুন্দরপুর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ মাহবুবুল আলম।

 

অভিযোগ করে আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ মাহবুবুল আলম বলেন, ২০১৫ সালের পর আর কোন ওয়ার্ড কাউন্সিল হয়নি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্যে আগে ওয়ার্ড কাউন্সিল করে ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। পরে ইউনিয়ন কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। কিন্তু সুন্দরপুর ইউনিয়নে কোন ওয়ার্ড কাউন্সিল না করে আওয়ামী দোসর দিয়ে ভূঁয়া পকেট কমিটি করে নিজেরা জেতার জন্য ১২ জানুয়ারি সম্মেলন ও কাউন্সিল ঘোষণা করেছে। এতে বাদ পড়া ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

 

এদিকে, বিএনপির সম্মেলন ঘিরে দু'পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে বলে মন্তব্য করেন তিনি। এ-সময় তিনি ১২ জানুয়ারি ঘোষিত সম্মেলন বাতিল করে আগে ওয়ার্ড সম্মেলন ও কাউন্সিল করার মাধ্যমে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করার দাবি জানান তিনি।