ককসবাজার সদরের চৌফলদন্ডী ৯ নং ওযার্ডস্থ খোনকারখীল বিলে অভিযান চালিয়ে মাটি কাটার ব্যবহ্নত স্কেভেটর ও ২ ডাম্পার জব্দ করেছেউপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফার ইয়াছিননচৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হচ্ছে জেনে ডাম্পার ও স্কেভেটর চালক পালিয়ে যায়। ১০ জানুয়ারী ভোরে ঘন কোয়াশার মাঝে মানুষ ঘুম থেকে উঠার পুর্বেই উপজেলা নির্বাহী কর্মকর্তা খোনকার বিলে হাজি। এ কর্মকর্তাকে ভোরে দেখে এলাকাবাসী আশ্চর্য্য হয়ে যায়।৯ নং ওয়ার্ডের মেম্বার মনজুর আলম, এলাকার গণ্যমান্য ব্যাক্তি, ককসবাজার থানার এস আই সাখাওয়াত হোসেন ও একদল পুলিশের উপস্থিতিতে গাড়ী ২ টি জব্দ করে উপজেলায় নিয়ে যায় এবং স্কেভেটরটি স্থানীয় মেম্বার মনজুর আলমের তত্ববধানে রেখে যায়।এ অভিযান থেকে স্থানীয় জনতা উল্লাস প্রকাশ করেন এবং ডাম্পারের আওয়াজে দীর্ঘদিন ধরে রাতে ঘুমাতে পারছেনা বলে ও অ়ভিযোগ করেন। এসময় সচেতন জনতাকে ও ধন্যবাদ জানান এ কর্মকর্তা। গত ৯ জানুয়ারী ও চৌফলদন্ডী উত্তর পাড়া বিলে ও অভিযান পরিচালনা করেন ওই উপজেলা নির্বাহী অফিসার। ডাম্পারের মালিক - চালক ঘটনাস্থলে পাওয়া না গেলে ও চালকের নাম হারুন ও কামাল বলে জানা গেছে। দীর্ঘ দিন ধরে চৌফলদন্ডী পুরো ইউনিয়নসহ ঈদগাঁওয়ের বিভিন্ন বিল থেকে রাতের আঁধারে ফসলী জমির টপ সয়েল কেটে খালে পরিণত করেছে। একদল দুর্বৃত্তরা এ কাজে নেতৃত্ব দিচ্ছে। এ দিকে সচেতন মহলের দাবী শতাধিক ডাম্পার রাতের আঁধারে মাটি কাটার কাজে ব্যবহ্নত হয় বলে এ প্রতিবেদককে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অভিযান অব্যহত থাকবে বলে জানান এবং এলাকাবাসীকে এ জব্দ কাজে সহযোগীতা করার ধন্যবাদ জানান।